ক্যাডার বিয়ের স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

৪৪তম বি সি এসে পদ সংখ্যা ১৭১০ জন
৪৩তম বি সি এসে পদ সংখ্যা ১৮১৪ জন
৪২তম (বিশেষ) বি সি এসে পদ সংখ্যা ২০০০+ জন
৪১তম বি সি এসে পদ সংখ্যা ২১৩৫ জন
অর্থাৎ সর্বশেষ এই চার বছরে বি সি এস ক্যাডার বেড় হবে ৭৬৫৯ জন
যারা কিনা বিয়ের বাজারে এক্টিভ থাকবে বা বিয়ের উপযুক্ত থাকবে!
(এর মাঝে বিবাহিত এবং মহিলা ক্যাডারদের কথা বাদই দিলাম)
একজন বি সি এস ক্যাডার বিয়ের আগে নূন্যতম ১০ জন করে পাত্রী দেখলেও ৭৬৫৯ জন সর্বমোট পাত্রী দেখবে ৭৬৫৯০ জন!
এবং সবশেষে এই ৭৬৫৯ জন বিয়ে কিন্তু করবে ৭৬৫৯ জন মেয়েকেই!
তাহলে এই মোট ৭৬৫৯০ জন মেয়ের মাঝ থেকে বি সি এস ক্যাডারের সাথে বিয়ে হবে ৭৬৫৯ জনের
এবং বাকি ৬৮৯৩১ জন মেয়েরই বি সি এস ক্যাডারের সাথে বিয়ে হবে না!
কিন্তু এই বাকি ৬৮৯৩১ জন মেয়ে তাদের বি সি এস ক্যাডার ছেলের কাছ থেকে বিয়ে প্রস্তাব এসেছিল বলে তারা তাদের বিয়ের আগ পর্যন্ত ভেবে যাবে যে,
তারা আসলে বি সি এস ক্যাডার ছেলে ডিজার্ব করে, তারা ক্যাডার ছেলের যোগ্য!
এই ভেবে তারা তাদের অন্য কোথাও বিয়ের আগ পর্যন্ত সমাজে, বন্ধুবান্ধবদের সাথে, প্রেমিকের সাথে, যারা তাকে পছন্দ করে তাদের সাথে যে ভাব টা নেয় তা সত্যিই অসহনীয় ও হাস্যকর!
সো ভাব কম করে নিবেন বিয়ের আগ পর্যন্ত
আপনি যেটার যোগ্য আপনি সেটাই পাবেন!
বরং আপনার উচিৎ হবে আপনি যতটুকু মেধাসম্পন্ন বা আপনার পারিবারিক অবস্থা যেমন ঠিক তেমন কোন ছেলেকেই বিবাহ করা!
শুধুমাত্র রুপের জোরে ভালো যোগ্যতাসম্পন্ন কোন ছেলেকে বিবাহ করা সত্যি লজ্জার
এতে করে ওই ছেলে তার যোগ্যতার বিনিময়ে আপনার সুন্দর দেহ, রুপ কিনে নিচ্ছে!
—গবেষক, দার্শনিক, বুদ্ধিজীবী সাজ্জাদ

Leave a Reply