মধ্যবিত্ত পরিবারের ছেলেরা প্রতিদিন তাদের হাত খরচের টাকা থেকে, খাওয়ার টাকা থেকে ২০, ৩০ টাকা করে সেইফ করে, সপ্তাহ শেষে ১৫০-২০০ টাকা, মাস শেষ প্রায় ৭০০-৮০০ টাকা! অনেক কস্ট করে কখনো দেড় থেকে দুই মাইল পায়ে হাটে শুধুমাত্র ১০ টাকা রিক্সা ভাড়া বাচাঁনোর জন্য! কাদের জন্য এই কস্ট জানেন??? কাদের জন্য এই স্ট্রাগল জানেন??? ভালবাসার মানুষের জন্য! . আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে! আমরা হইতো কোন বড়লোকের ছেলের মতো প্রতিদিন আপনাকে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে চেক ইন দিতে পারবো না! তবে আমাদেরও ইচ্ছে করে, আমরা হইতো সপ্তাহে একদিন না হলেও মাসে অন্তত একদিন আপনাদের নিয়ে রেস্টুরেন্টে বসতে পারবো! বিশ্বাস করেন ওইটাতে ভালবাসা নেই এইটাতে ভালবাসা আছে! . আমরা হইতো বড়লোকের ছেলেদের মতো গাড়ির পাশে বসিয়ে ইস্টিয়ারিং এ হাতে হাতে রেখে ছবি তুলে আপ্লোড দিতে পারবো না! আমরা রিক্সা বা লোকাল বাসে পাশে বসিয়ে হাতে হাত ধরে ছবি তুলতে পারবো! আমরা ড্রাইভার কে দূরে পাঠিয়ে দিয়ে গাড়ির ভিতরে আপনাকে নিয়ে নোংরামি করতে পারবো না! আমরা রিক্সার হুট তুলে দিয়ে আপনার হাতে হাতে রেখে আপনার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারবো! বিশ্বাস করে ওইটাতে ভালবাসা নেই এইটাতে আছে! . আমরা হইতো আপনাদের আইফোন গিফট করে বড়লোকের ছেলেদের মতো ভালবাসার প্রমাণ দিতে পারবোনা! আমরা শীতের রাতে কনকনে শীতে ছাদে উঠে ঘন্টার পর ঘণ্টা আপনার সাথে ফোনে কথা বলতে বলবো! আর আমাদের কাছে এইটাই ভালবাসার প্রমাণ! বিশ্বাস করেন ওইটাতে ভালবাসা নেই এইটাতে আছে! . আমরা হইতো বড়লোকের ছেলেদের মতো আপনাকে সারপ্রাইজ দিতে ১০০ আইফোন দিয়ে লাভ বানিয়ে মাঝখানে আপনাকে প্রোপোজ করতে পারবোনা! ১০০ তো দুরের কথা ১ টা কেনার সামর্থ্যই নেই আমাদের! পুরো একটা রেস্টুরেন্ট ভাড়া করে হাজার গোলাপ দিয়ে সাজিয়ে ডায়মন্ডের রিং দিয়েও হইতো আপনাকে প্রোপোজ করে সারপ্রাইজ দিয়ে ভালবাসা ছিনিয়ে নিতে পারবো না! আমরা হইতো ১০ টা গোলাপ ১০০ টাকা দিয়ে কিনে আপনাকে প্রোপোজ করে সারপ্রাইজ দিতে পারবো! আমাদের এই ১০ টা গোলাপ কেনার জন্য ১০ দিন না খেয়ে টাকা জমাইতে হইছে! আর ওই বড়লোকের ছেলের হাজার গোলাপ কিনতে কোন কস্টই করতে হয়নি! তাই আবারো বলছি, বিশ্বাস করেন ওইটাতে ভালবাসা নেই এইটাতে ভালবাসা আছে! . আমরা হইতো কোন বড়লোকের ছেলের মতো আপনাকে নিয়ে কোন রিসোর্টে উঠে, ওয়াটার কিংডমে নিয়ে নোংরামি করতে পারবো না! বরং আমরা বলবো, যদি কখনো ওয়াটার কিংডমে যাও তোমার সাথে সম্পর্ক শেষ! কারণ আমরা আপনাকে সত্যি সত্যি অনেক বেশি ভালবাসি! আর আমাদের এই ভালবাসা নিস্পাপ, পবিত্র! ওইটাতে ভালবাসা নেই এইটাতে আছ! কোন বড়লোকের ছেলের মতো আপনাকে আইসক্রিম আর চকলেটের সাগরে ভাসানোর সামর্থ্য আমাদের নেই! তবে আমরা একটা কর্ন আইসক্রিম কিনে দুজনে ভাগাভাগি করে খেতে জানি! আর এটাই আমাদের কাছে ভালবাসা! . বিশ্বাস করেন ওইটাতে ভালবাসা নেই এইটাতে আছে! এই কথাটা বার বার বলার করণ হচ্ছে! আপনি হইতো ভাবছেন ছেলেটা আমার পিছনে এতো টাকা খরচ করে, আমাকে এতো গিফট দেয়, এতো সারপ্রাইজ দেয় নিশ্চয়ই ছেলেটা আমাকে অনেক ভালবাসে! বড়লোকের ছেলেদের এতো এতো উপহার আর সারপ্রাইজের মাঝে আমাদের গভীর আবেগ আর ভালবাসার উপহার হইতো আপনাদের চোখে পরবে না নগন্য মনে হবে! কিন্তুু বিশ্বাস করেন ওইটাতে ভালবাসা নেই এইটাতে ভালবাসা আছে! তাদের বাবার প্রচুর টাকা, ডজন খানকে মেয়ের পিছে টাকা খরচ করতে তাদের গায়ে বাধেনা, তাদের চোখে ধরে না! কিন্তুু আমাদের এই সঞ্চিত অল্প টাকার সাথে জরিয়ে আছে হাজারো গল্প, মায়া, মমতা, আবেগ, ভালবাসা, আর হাজারো স্বপ্ন! এইগুলা টাকা দিয়ে কেন যায়না ভাই! তাইতো আবারো বলছি, “ওইখানে ভালবাসা নেই, এইখানে ভালবাসা আছে! “
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.