You are currently viewing ফটোগ্রাফি ছেড়ে দিল সাজ্জাদ

ফটোগ্রাফি ছেড়ে দিল সাজ্জাদ

ক্যামেরা কেন বেচেঁ দিচ্ছি, ফটোগ্রাফি কেন ছেড়ে দিচ্ছি জানতে চেয়ে অনেকেই কল দিয়েছেন, অনেকেই ম্যাসেজ দিয়েছেন!
আমি সবাইকে এড়িয়ে গেছি
কাউকে কিছু ব্যাখ্যা করার ইচ্ছা বা বয়স কোনটাই নেই আমার

তবে এক মেয়ের ফটোগ্রাফি কেন ছেড়ে দিচ্ছি প্রশ্নের জবাবে আমি তাকে উল্টো প্রশ্ন করে বসি যে
“তোমার বাবাকে জিজ্ঞাসা করো তো ফটোগ্রাফি করে এমন ছেলের সাথে তোমাকে বিয়ে দিবে কিনা?”
মেয়ে তার বাবার কাছ থেকে জেনে এসে জানায় যে না দিবে না!

আমি যে শুধু এই কারণেই ফটোগ্রাফি ছেড়ে দিচ্ছি বা ফটোগ্রাফি কে ক্যারিয়ার হিসাবে নিচ্ছি না বিষয়টি এমন না
তবে এটি ১০ টি কারণের মাঝে একটি কারণ

ফটোগ্রাফিতে যে ক্যারিয়ার নেই বা ফটোগ্রাফারদের যে বিয়ে হয় না বিষয়টা এমনও না
তবে যে কোন শিল্পতেই প্রতিষ্ঠিত হতে হলে বা একটা পজিশনে যেতে হলে সময় লাগে, সাধনা লাগে
তার পরে হয়তো একটা গ্রহণযোগ্যতা পাওয়া যায়

সমস্যা এখানেই আমার হাতে সময় অনেক কম

এই অল্প সময়েই আমাকে জীবনে অনেক কিছু করতে হবে!

আমার বাবা বিয়ে করে ৩৩ বছর বয়সে
আমার যখন জন্ম হয় তখন আব্বুর বয়স ৩৬ বছর
অতএব আমার এখন বয়স ২৫ আর আব্বুর বয়স ৬১

অর্থাৎ আমাকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের মাঝে বিয়ে করে বাবার ফালানো গ্যাপ পুরোন করতে হবে!

যার জন্য এই ২-৩ বছরের মাঝেই আমাকে বিয়ে করার মতো প্রতিষ্ঠিত হতে হবে এবং বলার মতো কোন স্থানে দাঁড়াতে হবে!

বাবার চাকুরী আছে আর ২ বছর
অর্থাৎ ২ বছরের মাঝেই আমাকে সংসারের দায়িত্ব কাধে নিতে হবে এবং স্ট্যাবল কিছু করতে হবে

ছোটবোনকে বিশ্ববিদ্যালয়ের পড়ানোর দায়িত্ব নিতে হবে এবং সময় মতো বিয়ে দিতে হবে!

আমার বাবা জীবনে দুই দুইটা সরকারি করেও আমাদের জন্য তেমন কিছু করতে পারেননি
উনার কলিগরা ঢাকা শহরে ৩-৪ টা করে বাড়ির মালিক
মাসে বাসা ভাড়া পায় ৪-৫ লাখ টাকা

আর আমাদের সংসার চলে টেনেটুনে
বলার মতো কোন সম্পদ নেই আমাদের

আমার বাবা সারাজীবন সততার সাথে চাকুরী করে গেছেন আর ভাই ভাতিজা দের সংসার টেনে গেছেন
যে কারণে বিয়েটাও করেছেন বুড়ো বয়সে

অতএব আমাকে জীবনে চলার মতো সম্পদও করতে হবে যাতে করে আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ হয়!

এইসব দায়িত্ব থেকেই আমাকে অনেক ভাবতে হয়
আমাকে দেখে কে কি ভাবেন জানি না

তবে ফেইসবুকের বাহিরেও আমার একটা জীবন আছে
সে জীবন সম্পর্কে যারা জানেন তাঁরাই বলতে পারবেন
আমি কতটা দায়িত্বশীল, বিচক্ষণ, আবেগপ্রবণ, ফ্যামিলি ম্যান!

আমাদের পরিবার অনেকের মতেই পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার
আর আমার পরিবারকে এইভাবে সারাজীবন সুখে রাখতে আমি শুধু আমার শখ বা স্বপ্ন না, আমি আমার জীবন কুরবানী করে দিতেও সর্বদা প্রস্তুত!

আমার জন্য দোয়া করবেন সবাই
আমি যে জীবনে একজন সফল সন্তান, সফল ভাই, সফল স্বামী, সফল বাবা হতে পারি!

আমার কাছে আমার ব্যাক্তি জীবনের সফলতার চেয়ে আমার সাংসারিক জীবনের সফলতা বেশি মুল্যবান।

Leave a Reply